Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজারে ছিনতাইয়ের অভিযোগে ১২ তরুণ গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে ছিনতাইয়ের অভিযোগে ১২ তরুণ গ্রেপ্তার
প্রতীকী ছবি

কক্সবাজারে ছিনতাইয়ের অভিযোগে ১২ তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার (২৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ।

গ্রেপ্তার তরুণেরা হলেন শহরের টেকপাড়ার তানভীর হোসেন, পাহাড়তলী ইসলামপুরের মো. ইসমাইল, কালুরদোকান ইসুলের ঘোনা এলাকার ইমরান সরোয়ার ইমন, টেকপাড়ার বর্মিজ মার্কেটের মো. ইরফান ফারদিন, মহেশখালীর কুতুবজুমের খন্দকারপাড়ার সিহাব উদ্দিন খোকন, শহরের সমিতিপাড়ার মো. সোহেল, বৌদ্ধমন্দির এলাকার সুমন কান্তি দাশ, নতুন বাহারছড়ার মো. হান্নান, পিটি স্কুল সমিতি বাজার এলাকার সাইফুল ইসলাম, পিটি স্কুল রুমালিয়ারছড়ার মো. শাহীন, বাহারছড়ার হাসান মাহমুদ সাগর ও টেকপাড়া চৌমুহনী এলাকার মিজবাউল হক মুন্না।

পুলিশ সুপার বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শহরের জেলগেট এলাকায় কয়েকটি মোটরসাইকেলযোগে একদল ছিনতাইকারী একটি সিএনজিচালিত অটোরিকশা থামায়। অটোরিকশার নারী যাত্রীকে হত্যার ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে হ্যান্ডব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে ছিল ২ লাখ ৭৫ হাজার টাকা, একটি ৫৫ হাজার টাকার হীরার আংটি, একটি ৩০ হাজার টাকার মোবাইল ফোন। খবর পেয়ে সদর থানার পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে পেশাদার ১২ ছিনতাইকারীকে গ্রেপ্তার ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে।

গ্রেপ্তার কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার কথা জানিয়ে পুলিশ সুপার বলেন, তাঁদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে সদর থানায় মামলা হয়েছে।

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২২ ঘণ্টা পর লাশ হস্তান্তর

ছেলের সাফল্যে বাবার নেতৃত্বে আনন্দ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ার যুব মহিলা লীগ নেত্রী সেতু গ্রেপ্তার

ছাত্রদলের ৯ সদস্যের কমিটিতে ৭ জনই নারী

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ভিডিপি সদস্য আহত

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতের হামলায় আহত যুবকের মৃত্যু

৫ আগস্ট চট্টগ্রামে থানা লুটের রিভলবারসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের কুতুবদিয়ায় সংবর্ধনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: হাইওয়ে থানার ওসি প্রত্যাহার

স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, প্রবাসী গ্রেপ্তার