Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছাত্র আন্দোলনে গিয়ে জাবি ছাত্র সিফাত ১২ দিন ধরে নিখোঁজ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

ছাত্র আন্দোলনে গিয়ে জাবি ছাত্র সিফাত ১২ দিন ধরে নিখোঁজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া ছাত্র সিফাতুল ইসলাম সিফাত (২২) ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। ৪ আগস্ট আন্দোলনে গিয়ে নিখোঁজ হন সিফাত। 

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ব গর্জনতলী গ্রামে সিফাতের বাড়ি। তাঁর পিতার নাম ছদরুল ইসলাম। সিফাতের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। এতে তাঁর পিতা-মাতা ও পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েছেন। 

সিফাতের বড় ভাই সাইফুল ইসলাম বলেন, ‘ঢাকাসহ সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছিল। ৪ আগস্ট ছাত্র-জনতা এক হয়ে গণ-অভ্যুত্থানের রূপ নেয়। ওই দিন বেলা ১১টার দিকে সিফাত আমাকে ফোন দিয়ে বলে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছি। আন্দোলনের সময় পুলিশের কাঁদানে গ্যাসে অসুস্থ হওয়া ও আহত হওয়ার কথা জানান। এ সময় কিছু টাকা পাঠাতে বলেছিল। ওই দিন তাঁকে টাকা পাঠানোর জন্য ফোন দিই। এর পর থেকে তার ফোন বন্ধ রয়েছে।’

তিনি আরও বলেন, সিফাত ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। সাভারে বন্ধুদের নিয়ে ভাড়া বাসায় থাকতেন। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি, ৪ আগস্টের পর থেকে তাঁকে দেখা যাইনি বলেও জানিয়েছে। আমার পিতা সিফাতের খোঁজ নিতে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। আমার মা ছেলের সন্ধান না পেয়ে শোকে পাগলপ্রায়।’

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে টিসিবির পণ্য নিতে দীর্ঘ লাইন, কম দামে পেয়ে খুশি ক্রেতারা

নোয়াখালীতে ৯ দোকানে অভিযান, ১২ হাজার টাকা দণ্ড

নোয়াখালীতে স্বামী-স্ত্রী আটক, ২ হাজার ইয়াবা জব্দ

বিমানবন্দরে চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছেলেসহ গ্রেপ্তার

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি