হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় নিখোঁজের ২ দিন পর আনসার সদস্যের লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিখোঁজের দুই দিন পর গোমতী নদী থেকে সমীর চন্দ্র দাস (৪০) নামে এক আনসার সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। সমীর চন্দ্র দাস উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামের রাখাল চন্দ্র দাসের ছেলে। 

আজ সোমবার দুপুরে উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ এলাকায় গোমতী নদীতে লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে মুরাদনগর থানা-পুলিশ। 

সমীর চন্দ্রের স্ত্রী সোমা রানী দাশ জানান, তাঁর স্বামী চট্টগ্রামে আনসার ভিডিপিতে কর্মরত ছিলেন। বুধবার ছুটিতে বাড়িতে আসেন। গত শনিবার বিকেলে কবুতর বিক্রির জন্য স্থানীয় ডালিম নামে তাঁর এক বন্ধু বাসা থেকে ডেকে নিয়ে যান। কবুতর বিক্রি শেষে সমীর বাসায় আসলে পুনরায় আবার সন্ধ্যায় ডেকে নিয়ে যান ডালিম। রাত গভীর হলে স্বামীর মোবাইলে একাধিক বার কল দিলে রিসিভ করেন ডালিম। 

এরপর আবারও জানতে চাইলে ডালিম বলেন—সমীর সঙ্গে আছে কোনো সমস্যা নেই। পরবর্তীতে আবার কল দিলে তিনি জানান সমীর কিছুক্ষণ পর বাড়িতে আসবে। পরে রাতে ডালিম সমীরের ব্যবহৃত জুতা ও মোবাইল নিয়ে বাড়িতে এসে জানায় সমীর গোমতী নদীর পাড়ে বন্ধুদের সঙ্গে জুয়া খেলছিল। এ সময় অজ্ঞাত কেউ জুয়াড়িদের বরাবর টর্চলাইট মারলে পুলিশ ভেবে জুয়ারিরা গোমতী নদীতে ঝাঁপ দেন বলে ডালিমের বরাত দিয়ে জানান সোমা রানী। 

এ বিষয়ে জানতে ডালিমের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। 

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।’

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার