ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরে-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া ভূঁইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে, গত শুক্রবার বিকেলে ঢাকার ইস্কাটন গার্ডের জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ সকাল ১০টার দিকে চাঁদপুরে বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে, সকাল ১১টার দিকে চাঁদপুর হাসান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও ফরিদগঞ্জে দুপুর ২টায় আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে, দুপুর ৩টায় গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ মাঠে ও সর্বশেষ কাউনিয়া শহীদ হাবিবুল্ল্যা উচ্চবিদ্যালয়ে তাঁর জানাজা শেষে মরদেহ দাফন করা হয়। প্রতিটি জানাজায় কয়েক হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।
গত শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। তাঁর পৈতৃক বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কাউনিয়া গ্রামে। বাবার নাম মো. হাসমত উল্ল্যাহ এবং মায়ের নাম হাজেরা বেগম। তিনি ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।