Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাড়ি থেকে যুবককে ডেকে নেওয়ার পরদিন সেতুর নিচে মিলল লাশ 

কক্সবাজার প্রতিনিধি

বাড়ি থেকে যুবককে ডেকে নেওয়ার পরদিন সেতুর নিচে মিলল লাশ 

কক্সবাজারের টেকনাফে ব্রিজের নিচ থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার হোয়াইক্যং সড়কের ফরেস্ট অফিসের সামনে সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

নিহত মিজানুর রহমান (২২) বালুখালী এলাকার মেহাম্মদ ইউছুপের ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক। 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার পর মিজান বাড়ি থেকে বের হয়ে ফেরেনি। গভীর রাত পর্যন্ত না ফেরায় তাঁকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। সকালে খবর আসে মিজানের লাশ সেতুর নিচে পড়ে আছে। 

মিজানের মা রহিমা খাতুন বলেন, শুক্রবার রাতে মিজান বাড়িতে অটোরিকশা রেখে স্ত্রীকে মাংস রান্নার কথা বলে বের হয়ে যায়। পরে আবার বাড়িতে ফিরে আসে। এ সময় হোয়াইক্যং মুলাপাড়া এলাকার নুরুল আলম নামে এক যুবক তাকে ডেকে নিয়ে যায়। মধ্যরাতে মিজান আমার মোবাইলে ফোন করে শুধু ‘মা’ শব্দটি ডেকে মোবাইল কেটে দেন। পরে চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহাদাত হোসেন সিরাজী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাহরিতে খাবার গরম করতে চুলা জ্বালাতেই বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মায়ের মামলা

সম্পত্তির জন্য বৃদ্ধকে হাত-পা বেঁধে ১৩ দিন ধরে নির্যাতন স্ত্রী–সন্তানদের

আইনশৃঙ্খলার অবনতি আতঙ্কে জনসাধারণ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুই পক্ষের গোলাগুলি, যুবক নিহত

লক্ষ্মীপুরে ধর্ষণের শিকার কিশোরীকেই অপবাদ, হুমকির পর আত্মহত্যা

এবার মিয়ানমারে পাচার হলো পিকআপ-জিপ

প্রাথমিক শিক্ষাকে উন্নত করা গেলে সামাজিক বৈষম্য দূর হবে: উপদেষ্টা

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

কুমিল্লায় হত্যা মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার