হোম > সারা দেশ > চট্টগ্রাম

গ্যাসলাইট চুরির অভিযোগে শিশুকে মারধর, পুলিশ সদস্য বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে গ্যাসলাইট চুরির অভিযোগ তুলে শিশুকে মারধরের অভিযোগে এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় তাকে বরখাস্তের আদেশ দেন। অভিযুক্ত পুলিশ কনস্টেবল হলেন মো. শওকত। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি মুখপাত্র স্প্রীনা রানী প্রামাণিক। তিনি আজকের পত্রিকাকে বলেন, শিশুটিকে মারধরের ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে উনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মারধরের একটি ভিডিওতে দেখা গেছে, একটি দোকানের ভেতর ঢুকে পুলিশ কনস্টেবল শওকত এক পথ শিশুকে ধরে একের পর এক থাপ্পড় মারছেন। 

এ সময় ওই পুলিশ সদস্যের মুখে সিগারেটও ছিল। শিশুটির কান্না দেখে আশপাশে লোকজন পুলিশ সদস্যকে থামতে বললেও তিনি কারও কথা না শুনে ক্রমাগত শিশুটিকে মারতে থাকেন। 

মারধরের এই ঘটনাটি ছিল চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন টাইগার পাস মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে একটি চায়ের দোকানের ভেতর।

চট্টগ্রামে কর্মরত সাংবাদিক আবু সায়েদ মোহাম্মদ তামান্না মারধরের ওই ভিডিও ধারণ করেছিলেন। তামান্না আজকের পত্রিকাকে বলেন, ‘টাইগারপাস মোড়ে তিনি এক বন্ধুর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় পুলিশ কনস্টেবল শওকত একটি দোকানের ভেতর ঢুকে ওই শিশুটিকে মারধর করতে থাকেন। তাঁর অভিযোগ ছিল ট্রাফিক বক্স থেকে শিশুটি গ্যাস লাইট চুরি করেছে। পরে আমিসহ অন্যরা মিলে উনাকে (পুলিশ) বাধা দেই। কিন্তু তিনি কোনো কথা না শুনে ক্রমাগত শিশুটিকে চড় থাপ্পড় মারতে থাকে। মনে হচ্ছিল উনি শিশুটিকে মেরেই ফেলবেন। একপর্যায়ে আমি ঘটনাটির ভিডিও ধারণ করি। একপর্যায়ে উনি শিশুটিকে ছেড়ে দেন।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন