হোম > সারা দেশ > কক্সবাজার

বঙ্গোপসাগরে গুলির ঘটনায় উত্তেজনার মধ্যে সেন্টমার্টিন পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমার সীমান্তে অস্থিরতার মধ্যে কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনসহ দেশের দক্ষিণ-পূর্ব সীমান্ত পরিস্থিতি পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় তিনি উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেন বিজিবিকে। 

গত শুক্রবার সকাল থেকে গতকাল শনিবার দুপুর পর্যন্ত তিনি সীমান্ত পরিস্থিতি পরিদর্শন ও বিজিবির কক্সবাজার অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। আজ রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। 

শরীফুল ইসলাম জানান, সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্তবর্তী মংডু অঞ্চলে দেশটির সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘাত-সংঘর্ষ চলছে। মংডু সীমান্তের নাফ নদের এপারে টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপ অবস্থিত হওয়ায় বিজিবির মহাপরিচালক উদ্ভূত সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে যান। 

এ সময় আশরাফুজ্জামান সিদ্দিকী বিজিবির সেন্টমার্টিন বিওপি, বিওপির প্রতিরক্ষাব্যবস্থা পর্যবেক্ষণ এবং সেন্টমার্টিন দ্বীপে নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার জন্য অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিজিবির সদস্যদের প্রতি নির্দেশনার পাশাপাশি সীমান্তে উদ্ভূত যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে নির্দেশ দেন। 

পরে মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বিজিবির রামু ৩০ ব্যাটালিয়নের আওতাধীন মরিশ্যা যৌথ চেকপোস্ট পরিদর্শন করেন। 

সীমান্ত পরিস্থিতি পরিদর্শনকালে মহাপরিচালকের সঙ্গে বিজিবির সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার ও সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়কগণ উপস্থিত ছিলেন।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ