কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহম্মদ হুমায়ুন কবির করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহম্মদ হুমায়ুন কবির।
তিনি বলেন, আমাদের মাননীয় উপাচার্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আজ। আর আমি আক্রান্ত হয়েছি গত রোববার। এ সাত দিন চিকিৎসা নেওয়ার পর এখন আমি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থতা বোধ করছি।
উপাচার্য দপ্তরের সেকশন অফিসার নুর মোহাম্মদ জিসান বলেন, আমাদের উপাচার্য স্যার আজ আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকায় নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।