হোম > সারা দেশ > চট্টগ্রাম

বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ভস্ম ১৫ ব্যবসাপ্রতিষ্ঠান, ঈদের আগে নিঃস্ব ব্যবসায়ীরা

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি মুদিদোকান পুড়ে ছাই হয়ে গেছে। চারটি ইউনিটের ৫ ঘণ্টার চেষ্টায় আজ বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে যায়। কোরবানির ঈদের আগে অগ্নিকাণ্ডের এমন ঘটনায় বোবা কান্না বুক চাপড়াচ্ছেন নিঃস্ব ব্যবসায়ীরা।

গতকাল বুধবার গভীর রাতের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন।

ক্ষতিগ্রস্ত ইউসুফ স্টোরের স্বত্বাধিকারী আবু ইউসুফ আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনের ঘটনা শুনে বাজারে এসে দেখি আমার সব শেষ। আমি এখন কী করব। কেউ বলেন আমি কী করব।’

সাদ্দাম ব্রয়লার হাউসের মালিক সাদ্দাম আজকের পত্রিকাকে বলেন, ‘সাড়ে ৩০০ মুরগি পুড়ে গেছে। আমার মতো সবার অবস্থা। একটা খড়কুটাও নেই। সব পুড়ে গেছে।’

পার্শ্ববর্তী কাশেম স্টোরের স্বত্বাধিকারী হাসান, দোকানি রঞ্জিত দত্ত কোনো কথাই বলছেন না। চোখে পানি নিয়ে নিথর দাঁড়িয়ে আছেন তাঁরা।

কংশনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রাত প্রায় ২টায় বাজারের নৈশপ্রহরী আমাকে ফোন দিয়ে জানান বাজারে আগুন লাগছে। আমি ঘটনা শুনে দ্রুত ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিসকে ফোন দিই। চোখের সামনে দোকানপাট পুড়তে দেখেছি। ৪টা ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।’

মিজানুর রহমান আরও বলেন, ‘কোরবানির ঈদকে সামনে রেখে দোকানিরা মুদি মাল এনেছেন। এখন সব পুড়ে গেছে। কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে গেছে।’

কুমিল্লা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস আজকের পত্রিকাকে বলেন, ‘শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সবগুলো দোকান টিনের। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। আমরা কুমিল্লাসহ অন্য উপজেলা থেকে মোট চারটি ইউনিট একযোগে কাজ করেছি। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন