সীতাকুণ্ড প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার অবৈধ চরঘেরা ও বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। পরে জালগুলো সাগরপাড়ে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আজ বৃহস্পতিবার সন্দ্বীপ চ্যানেলের কুমিরা ও গুলিয়াখালী ঘাটে মৎস্য দপ্তর ও কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, কুমিরা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. শওকত আকবর ও মৎস্য দপ্তরের তথ্য সংগ্রহকারী রাসেল চন্দ্র দাস।
মৎস্য কর্মকর্তা জানান, মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি, চরঘেরা, কারেন্ট, বেড়, খুঁটিজালসহ নিষিদ্ধ সব জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন চালানো হয়।