লক্ষ্মীপুর প্রতিনিধি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, বন্যার পানি নামতে শুরু করেছে। অল্প সময়ের মধ্যে স্বাভাবিক হচ্ছে বন্যাকবলিত এলাকাগুলো। বন্যা মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কার্যক্রম সন্তোষজনক।
আজ শুক্রবার সন্ধ্যায় শহরের পুলিশ মেসে লক্ষ্মীপুরে দায়িত্বরত সেনা কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, যারা খাল–বিলে বাঁধ দিয়ে পানি চলাচলে বিঘ্নিত করছে। তাদের বাঁধ অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া বন্যা–পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে পুনর্বাসনের ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান, সেনবাহিনীর লে. কর্নেল মোহাম্মদ মাজেদুল হক রেজা, পুলিশ সুপার তারেক বিন রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। মতবিনিময় সভা শেষে তিনি নোয়াখালীর উদ্দেশে লক্ষ্মীপুর ত্যাগ করেন।