হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফরিদগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে মো. রেদওয়ান হোসেন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত রেদওয়ান হোসেন ওই গ্রামের মৃত আহচান উল্যার ছেলে। 

মৃতের পরিবারের বরাত দিয়ে রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইব্রাহিম মৃধা বলেন, পাশের গ্রামের মফিজ মিয়ার মেয়ে খাদিজা আক্তারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় রেদওয়ানের। তাঁদের ১৮ মাস বয়সী এক সন্তান রয়েছে। বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে একাই থাকতেন তিনি। সম্প্রতি তাঁদের পারিবারিক কলহ সৃষ্টি হয়। রেদওয়ানের বিরুদ্ধে যৌতুকের দাবি, নারী ও শিশু নির্যাতনসহ একাধিক অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন খাদিজা। মামলা চলমান থাকায় তাঁর স্ত্রী শিশুসন্তান নিয়ে বাবার বাড়িতে যান। 

রেদওয়ানের বোন রহিমা বেগম বলেন, ‘আমার ভাই তাঁর বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এ খবর পেয়ে আমি এসে প্রতিবেশীদের সহায়তায় ভাইয়ের মরদেহ নামিয়ে বিছানায় রাখি। পরে পুলিশ এসে লাশ নিয়ে যায়।’ 

ফরিদগঞ্জ থানার এসআই (উপরিদর্শক) মো. আনোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন