হোম > সারা দেশ > চট্টগ্রাম

বোনকে উত্ত্যক্ত, বখাটের ছুরিকাঘাতে ভাইয়ের মৃত্যু

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে ফেনীর ছাগলনাইয়ায় বখাটের ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার শুভপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

নিহত কিশোরের নাম রবিউল হক শাহেদ। সে শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামের মানিক মিয়ার ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিউল হক শাহেদ (১৮) ছোট বোনসহ কয়েকজন আত্মীয়কে নিয়ে আজ (শুক্রবার) বিকেলে চম্পকনগর শমসের গাজীর দিঘি ও সুড়ঙ্গ এলাকায় বেড়াতে যান। এ সময় স্থানীয় বখাটে যুবকেরা তাঁর বোনকে উদ্দেশ্য করে নানা কুরুচিপূর্ণ কথা বলে এবং শরীরের ওড়না ধরে টান দেয়। 

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় শাহেদের ওপর ক্ষিপ্ত হয় বখাটেরা। তারা শুভপুর রাস্তার মোড় এলাকায় সজীব মেম্বারের (ইউপি সদস্য) অফিসে জড়ো হয়। একপর্যায়ে সজীব মেম্বার মোবাইল ফোনে উত্ত্যক্তকারীদের বিচার করার কথা বলে রবিউল হক শাহেদকে শুভপুর রাস্তার মোড়ে ডেকে নিয়ে আসে। 

সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে বখাটে যুবকেরা তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করেছে।’ এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে জানান তিনি।

হাতে ওয়াকিটকি নিয়ে চাঁদাবাজি, ২ ভুয়া ডিবি-এনএসআই সদস্য আটক

তানজিমের মৃত্যু নিশ্চিত করতে ছুরি দিয়ে ফুসফুস ক্ষতবিক্ষত করা হয়: চার্জশিট

হত্যাচেষ্টার মামলায় চট্টগ্রামের আ.লীগ নেতা টিপু কারাগারে

পণ্যবাহী ৪ জাহাজের ৩টি ছেড়ে দিল আরাকান আর্মি

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে আহত: স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার, থানায় মামলা

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে নতুন দুই জোড়া ট্রেন

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

মেঘনা নদীতে মাটি বহনকারী দুই বাল্কহেডসহ আটক ৯

স্বর্ণ ও ইয়াবার বিনিময়ে অনুপ্রবেশ রোহিঙ্গাদের

কক্সবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান জসীমের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ

সেকশন