Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

জলাবদ্ধতার কারণে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা এক ঘণ্টা দেরিতে শুরু 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জলাবদ্ধতার কারণে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা এক ঘণ্টা দেরিতে শুরু 

চট্টগ্রামে গতকাল শনিবার রাতভর ও আজ রোববার সকাল থেকে অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতাসহ প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন ২৯টি কেন্দ্রে এক ঘণ্টা পরে চলমান এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। এর মধ্যে মহানগরীর সব কটি কেন্দ্র এবং হাটহাজারী উপজেলার দুটি কেন্দ্র রয়েছে। 

রোববার সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও ২৯টি কেন্দ্রে এক ঘণ্টা পিছিয়ে ১১টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভারী বৃষ্টিতে সার্বিক ভোগান্তির কথা মাথায় রেখেই পরীক্ষা এক ঘণ্টা পেছানো হয়েছে, যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে।’ 

শিক্ষা বোর্ডের তথ্যমতে, দেশের তিনটি শিক্ষা বোর্ড ছাড়া বাকি সব বোর্ডে গত ১৭ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ১০ দিন পিছিয়ে আজ রোববার থেকে শুরু হয়েছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে ৭৫ নম্বরের পরীক্ষার মধ্য দিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হলো। 

করোনা মহামারিকাল পেরিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসের এইচএসসি পরীক্ষায় এবার চট্টগ্রাম মহানগরী ও পাঁচ জেলা থেকে অংশ নিচ্ছে ১ লাখ ২ হাজার ৪৬৮ জন শিক্ষার্থী। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় ৮ হাজার। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম মহানগর ও জেলা, তিন পার্বত্য জেলা ও কক্সবাজারের কলেজগুলোতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ২৭৯টি কলেজ থেকে এবার ১ লাখ ২ হাজার ৪৬৮ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। চট্টগ্রাম মহানগরসহ জেলার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭২ হাজার ৬২০ জন। কক্সবাজার জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৩২১, রাঙামাটিতে ৫ হাজার ৫৪০, খাগড়াছড়িতে ৭ হাজার ১০৮ জন ও বান্দরবান জেলায় ৩ হাজার ৮৭৯ জন। 

এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, ‘চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট পরীক্ষাকেন্দ্র ১১৩টি। সব কেন্দ্রের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। মহানগরে মোট কেন্দ্র রয়েছে ২৭টি। ’

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার