হোম > সারা দেশ > নোয়াখালী

অর্ধশতাধিক পরিবারের মাঝে ‘আলোর মশালের’ ঈদসামগ্রী বিতরণ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নোয়াখালী হাতিয়া উপজেলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর মশালের’ উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার উপজেলার সোনাদিয়া চৌরাস্তা মাহমুদুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধশতাধিক পরিবারের মাঝে এই ঈদসামগ্রী বিতরণ করা হয়। 

আলোর মশালের সদস্যরা জানান, রাত পোহালেই ঈদ। কিন্তু অভাবের সংসারে অনেকেরই ঈদের আনন্দ উদ্‌যাপনের সামর্থ্য নেই। তাই ঈদসামগ্রী দিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা। ঈদসামগ্রীতে সেমাই, চিনি, নুডলসসহ সাতটি আইটেম আছে বলেও জানান তাঁরা। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকৌশলী আনোয়ারুল ইসলাম রাশেদ বলেন, ‘সমাজ আজ দুষ্টচক্রে বন্দী। সর্বত্র অসহায়ের ওপর নির্যাতন-নিপীড়ন চলছে। সেখানে আলোর মশালের সদস্যদের মানবিক কর্মকাণ্ডে আমি অভিভূত।’ তিনি বলেন, ‘তোমাদের সমাজ বিনির্মাণের এই মিছিলে আমিও যুক্ত। আমৃত্যু আলোর মশালের সঙ্গে থাকব।’ 

ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন আলোর মশালের প্রতিষ্ঠাকালীন সভাপতি সাইফুল মাসুম। বিশেষ অতিথি ছিলেন নিঝুম ব্লাড ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ রাসেল, সোনাদিয়া চৌরাস্তা মাহমুদুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেদায়েতউল্ল্যাহ, বাংলাদেশ টুডের হাতিয়া প্রতিনিধি ছায়েদ আহমেদ, সময়ের আলোর হাতিয়া প্রতিনিধি জিল্লুর রহমান রাসেল, আলোর মশালের সাবেক সভাপতি মাকসুদুর রহমান, গিয়াসউদ্দিন সোহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন রাজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোর মশালের সভাপতি সোহেল রানা। 

আলোর মশালের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি রাজিব উদ্দিন, সহ সভাপতি ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক বাকের হোসেন, সাংগঠনিক সম্পাদক রাকিব উদ্দিন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মেসকাত আল মামুন প্রমুখ।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ