নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ির ভুইয়াদাম গ্রামে অতিরিক্ত চোলাই মদ পান করায় দেবরাস চাকমা (২৪) নামে এক পাহাড়ি যুবক মারা গেছেন। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটেছে।
মৃত দেবরাস চাকমা বিন্দু লাল চাকমার ছেলে।
মৃত দেবরাস চাকমার ভাই মানিক লালা চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল দিবাগত রাত ১টার দিকে আমাদের প্রতিবেশী অমর সিং চাকমা (৪০) ও আমার ভাই দেবরাস চাকমা এক সঙ্গে মদ পান করছিল। এ সময় অতিরিক্ত মদ পান করায় আমার ভাই অচেতন হয়ে পড়েন। বিষয়টি জানার পর পরিবারের লোকজন তাঁকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যান। পরে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।