চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর চাটখিল থানা থেকে লুট হওয়া বেশ কিছু সরঞ্জামসহ রবিউল হাসান প্রকাশ (২৪) নামের একজনকে আটক করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার ছয়ানী টবগা অলি ব্যাপারীর বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
চাটখিল থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ইমদাদুল হক এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ৫ আগস্ট দুষ্কৃতকারীরা থানা থেকে যেসব অস্ত্রসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়েছে, এসব তারই অংশ। থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ বিভিন্ন মালামালের অধিকাংশ ইতিমধ্যে ফেরত পাওয়া গেছে। বাকি অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের চেষ্টা চলছে।
উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে, তিনটি মোবাইল ফোন, দুটি ব্যাগ, একটি রেইন কোট ও দুটি চার্জার। পুলিশ তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে সোপর্দ করেছে।