হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

কমলনগরে বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠান থেকে ৯ মাস বয়সী শিশু চুরি

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বড় মেয়েকে ‘যেমন খুশি তেমন সাজ’ ইভেন্টের জন্য সাজাতে গেলে এক গৃহবধূর ৯ মাস বয়সী শিশু চুরির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তোরাবগঞ্জ অগ্রণী কিন্ডারগার্টেন অ্যান্ড কলেজে এই ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিক উল্যাহ বলেন, তাঁর প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রেণিতে পডুয়া সাদিয়া ইসলাম মিহিকে (৭) ‘যেমন খুশি তেমন সাজ’র জন্য প্রস্তুত করছিলেন তার মা মরিয়ম বেগম। এ সময় তিনি তাঁর ৯ মাসের বাচ্চাকে আরেক নারীর কোলে দেন।

বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে প্রধান শিক্ষক আরও বলেন, শিশুর মা প্রথমে যাঁর কোলে দিয়েছিলেন তাঁর কাছ থেকে বোরকা পরা নারী শিশুটিকে কোলে তুলে নেন। এ সময় দর্শনার্থীদের ভিড়ের সুযোগে ওই নারী শিশুটিকে নিয়ে সটকে পড়েন।

অপহৃত শিশুটির মা মরিয়ম বেগম বলেন, ‘এক মানিককে সাজাতে গিয়ে আরেক মানিককে হারিয়েছি। আমি আমার কোলের মানিককে ফিরে পেতে চাই।’

লক্ষ্মীপুরের কমলনগরের একটি কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ‘যেমন খুশি তেমন সাজ’ ইভেন্টে সাজতে গিয়ে শিশুকন্যা মালিহা ইসলাম ওহি (৯ মাস) নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শিশুর কোনো খবর পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তোরাবগঞ্জ অগ্রণী কিন্ডারগার্টেন অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণিতে পডুয়া সাদিয়া ইসলাম মিহিকে (৭) সাজানোর সময় শিশু চুরির ঘটনাটি ঘটে।

চুরি যাওয়া শিশুটি কমলনগরের সীমান্তবর্তী তেয়ারীগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার মো. সেলিম ও মরিয়ম বেগম দম্পতির দ্বিতীয় সন্তান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে জানতে চাইলে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার