হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফে মেরিন ড্রাইভে ইজিবাইকচালককে অপহরণের অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভে ইজিবাইকসহ (টমটম) এক চালককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জাহাজপুরা এলাকায় এ ঘটনা ঘটেছে। অপহৃত মোহাম্মদ ফারুক (১৬) বাহারছড়া ইউনিয়নের লামার বাজার এলাকার নুরুল হকের ছেলে। তিনি ব্যাটারিচালিত ইজিবাইকচালক। বাহারছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

অপহৃত তরুণের স্বজনদের বরাতে আব্দুল হক বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনাফের শামলাপুর বাজার থেকে মেরিন ড্রাইভ হয়ে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে দক্ষিণ দিকে যাচ্ছিল। পথে জাহাজপুরা এলাকায় পৌঁছালে ৩-৪ জন দুর্বৃত্ত অস্ত্রের মুখে গাড়িসহ তাকে জিম্মি করে তুলে নিয়ে যায়। মধ্যরাতে অজ্ঞাতনামা এক ব্যক্তি পরিবারের স্বজনদের মোবাইল ফোনে কল করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

আজ শুক্রবার বিকেল পর্যন্ত অপহৃতের সন্ধান পাওয়া যায়নি জানিয়ে এই ইউপি সদস্য জানান, এ বিষয়ে টেকনাফ থানা-পুলিশকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শুভরঞ্জন সাহা জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তারপরও খোঁজখবর নিয়ে সত্যতা পেলে অপহৃতকে উদ্ধারে পুলিশ ব্যবস্থা নেবে।

বর্ণিল আয়োজনে পাহাড়ে বৈসাবি উৎসবের সূচনা

মাত্রাতিরিক্ত হরমোনে পাকানো আনারসে সয়লাব বাজার

কক্সবাজার সৈকতে পর্যটকদের ছবি তুলে হয়রানি, ১৭ ক্যামেরা জব্দ

হালদা ভ্যালিতে অভিযান, পানি টেনে নেওয়া পাম্পের বিদ্যুৎ বিচ্ছিন্ন

ঈদে বাড়িতে আসা চৌদ্দগ্রামের সেই মুক্তিযোদ্ধা কানুর বাড়িতে হামলা

ঈদে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চাই: পার্বত্য উপদেষ্টা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবি

স্বেচ্ছাসেবক দল নেতার চোখে টর্চের আলো, পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল যুবকের