কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভে ইজিবাইকসহ (টমটম) এক চালককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জাহাজপুরা এলাকায় এ ঘটনা ঘটেছে। অপহৃত মোহাম্মদ ফারুক (১৬) বাহারছড়া ইউনিয়নের লামার বাজার এলাকার নুরুল হকের ছেলে। তিনি ব্যাটারিচালিত ইজিবাইকচালক। বাহারছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
অপহৃত তরুণের স্বজনদের বরাতে আব্দুল হক বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনাফের শামলাপুর বাজার থেকে মেরিন ড্রাইভ হয়ে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে দক্ষিণ দিকে যাচ্ছিল। পথে জাহাজপুরা এলাকায় পৌঁছালে ৩-৪ জন দুর্বৃত্ত অস্ত্রের মুখে গাড়িসহ তাকে জিম্মি করে তুলে নিয়ে যায়। মধ্যরাতে অজ্ঞাতনামা এক ব্যক্তি পরিবারের স্বজনদের মোবাইল ফোনে কল করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
আজ শুক্রবার বিকেল পর্যন্ত অপহৃতের সন্ধান পাওয়া যায়নি জানিয়ে এই ইউপি সদস্য জানান, এ বিষয়ে টেকনাফ থানা-পুলিশকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শুভরঞ্জন সাহা জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তারপরও খোঁজখবর নিয়ে সত্যতা পেলে অপহৃতকে উদ্ধারে পুলিশ ব্যবস্থা নেবে।