হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফটিকছড়িতে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, ফটিকছড়ি (চট্টগ্রাম) 

চট্টগ্রামের ফটিকছড়িতে মো. শাহজাহান (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১২টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

শাহজাহান উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর গ্রামের মো. আবদুল মাজেদের ছেলে। তিনি বেশ কয়েক বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন। 

উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর গ্রামের একটি পরিত্যক্ত বসতঘরের কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নানুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শফিউল আজম বলেন, শাহজাহানের এক ভাই বিদেশে থাকেন। পরিবারে শাহজাহান ও তাঁর বাবা, মা ছিলেন। তাঁদের পুরো পরিবারই মানসিক বিকারগ্রস্ত। এর আগেও শাহজাহান একবার আত্মহত্যা করতে চেয়েছিলেন।

ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, রাত ১২টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি পরিত্যক্ত বসত ঘর থেকে শাহজাহানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। 

ওসি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ বলা যাবে। 

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন