মাটিরাঙ্গায় সেতু থেকে লাফ দিয়ে আইয়ুব আলী মজুমদার নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মাটিরাঙ্গা বাজারের পাশে ধলিয়া খালের সেতুর ওপর থেকে লাফ দিলে ঘটনাস্থলেই মারা যায় তিনি।
আইয়ুব আলী মজুমদার মাটিরাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকার বাসিন্দা। তিনি মাটিরাঙ্গা উপজেলাধীন কাশ্যারাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ছিলেন। তার দুই ছেলে ও দুই মেয়ে আছে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।
প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক মো. সোহাগ জানান, যাত্রী নিয়ে যাওয়ার পথে দেখি ওই শিক্ষক জুতা খুলে সেতুর রেলিংয়ের ওপর উঠে সঙ্গে সঙ্গেই লাফ দিয়ে পড়ে যান। নিচে গিয়ে দেখি ঘটনাস্থলেই মারা গেছেন তিনি। পরে এলাকাবাসী মাটিরাঙ্গা থানা–পুলিশকে অবহিত করলে পুলিশ এসে তাঁর মরদেহ উদ্ধার করে।
মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে ঘটস্থলে গিয়ে দেখেছি মৃতদেহ পানিতে ভাসমান অবস্থায় পড়ে আছে। মাটিরাঙ্গা থানা-পুলিশ মরদেহ উদ্ধার করেছে।