Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

বুড়িচংয়ে আজাদ হত্যাকারীদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

বুড়িচংয়ে আজাদ হত্যাকারীদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ

কুমিল্লার বুড়িচংয়ের রামপুর এলাকায় আবুল কালাম আজাদ নামে এক যুবককে হত্যার ঘটনায় হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ শনিবার দুপুরে রামপুর এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।

মানববন্ধনে উপস্থিত লোকজন দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার রামপুর গ্রামের খোরেশদ আলম ড্রাইভারের ছেলে আবুল কালাম আজাদ (২২) স্থানীয় একটি জুতা করখানায় শ্রমিকের কাজ করতেন। গত ১ অক্টোবর সন্ধ্যায় মোবাইলে কল করে আজাদকে কুমিল্লা ক্যান্টনমেন্ট জিহান রেস্তোরাঁ এলাকায় ডেকে নিয়ে যান একই এলাকার মো. শাহ আলমের ছেলে মো. নাজমুল হাসান (২৪)। ক্যান্টনমেন্ট এলাকায় গেলে নাজমুলের নেতৃত্বে একটি দল আজাদকে গাড়িতে তুলে নিয়ে মারধর করে এক কিলোমিটার দুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কোতোয়ালি মডেল থানার আমতলী এলাকায় ফেলে দেন।

স্থানীয়রা আহত আজাদকে উদ্ধার করে প্রথমে ময়নামতি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ ও পরে ঢাকায় পাঠানো হয়। ৬ দিন চিকিৎসাধীন থেকে ৬ অক্টোবর বিকেলে ঢাকা হেলথ কেয়ার হাসপাতালে আজাদের মৃত্যু হয়। এ ঘটনায় আজাদের বাবা খোরশেদ আলম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে কুমিল্লা আদালতে একটি মামলা দায়ের করেছেন।

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে টিসিবির পণ্য নিতে দীর্ঘ লাইন, কম দামে পেয়ে খুশি ক্রেতারা

নোয়াখালীতে ৯ দোকানে অভিযান, ১২ হাজার টাকা দণ্ড

নোয়াখালীতে স্বামী-স্ত্রী আটক, ২ হাজার ইয়াবা জব্দ

বিমানবন্দরে চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছেলেসহ গ্রেপ্তার

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি