হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদপুরে ২ জনের মরদেহ উদ্ধার 

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে একই দিনে পৃথক দুই ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার হাজীগঞ্জ উপজেলা ও মতলব দক্ষিণ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। 

তাঁরা হলেন রেখা বেগম (৪৫) ও সরকার জিলন (১৭)। আজ সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের পাশে হাজীগঞ্জ খাটরা মায়া ভিলার ছাদে জমে থাকা পানি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতায়িত হন রেখা বেগম। দুপুরে মতলব দক্ষিণের কালিকাপুরে বিষপানে শিক্ষার্থী জিলন মারা গেছে বলে অভিযোগ উঠেছে। 

রেখা বেগম খাটরা এলাকার মৃত কামিজ মিয়ার মেয়ে এবং জিলন মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর কালিকাপুর গ্রামের মৃত আফজাল সরকারের ছেলে। 

স্থানীয় বাসিন্দা সুমন মিয়া বলেন, ছাদে জমে থাকা পানি পরিষ্কার করতে রেখা বেগম ছাদে ওঠেন। ছাদে পানির সঙ্গে বিদ্যুতের তার জড়ানো ছিল। সেখানে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন। ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এদিকে নিহত শিক্ষার্থী জিলনের স্বজনেরা জানান, সে এ বছর কালীপুর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। বাবা না থাকায় মা ও দাদির কাছে থাকত। দুপুরে বাড়ির কিছুটা দূরে বিষপান করে রাস্তার পাশে পড়ে ছিল। সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয় তাকে। কী কারণে সে বিষপান করেছে কেউ জানেন না। 

হাসপাতালের চিকিৎসক বিপ্লব দাস বলেন, ‘তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। স্বজনদের মাধ্যমে জেনেছি সে বিষপানে আত্মহত্যা করেছে।’ 

চাঁদপুর সদর মডেল থানার নায়েক মো. শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত করা হবে। এরপর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন