হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাছান মাহমুদের ঘনিষ্ঠ সহযোগী মিল্টন গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ইকবাল হোসেন চৌধুরী মিল্টন। ছবি: আজকের পত্রিকা

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সকারের মন্ত্রী হাছান মাহমুদের ঘনিষ্ঠ সহযোগী ইকবাল হোসেন চৌধুরী মিল্টনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতে হাজির করা হয়।

মিল্টন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার পুলিশ গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে নগরীর ষোলোশহর দুই নম্বর গেট এলাকার ইয়াকুব সেন্টারের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে। তিনি ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।

মন্ত্রী হাছান মাহমুদের দাপট দেখিয়ে মিল্টন এলাকায় চাঁদাবাজি, বালুমহাল নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও প্রতিপক্ষের ওপর হামলায় নিজস্ব বাহিনী গড়ে তুলেছিলেন। ২০১৭ সালে ইউপি নির্বাচন ঘিরে নিজ দলের প্রতিপক্ষ গ্রুপের সমর্থক মো. মহসিনকে হত্যার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এলাকায় তাঁর বিরুদ্ধে নিজ দলের লোকেরাও কথা বলার সাহস পেতেন না।

পুলিশ জানায়, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর মিল্টন এলাকা ছেড়ে পালিয়ে যান। গ্রেপ্তার এড়াতে তিনি এত দিন চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, চলমান ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে ইকবাল হোসেন চৌধুরী মিল্টনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁকে আজ আদালতে উপস্থাপন করা হয়েছে।

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

বন্য হাতির ভয় আপাতত নয়

সাংগ্রাই উৎসবে রঙিন পাহাড়

রোহিঙ্গা আশ্রয়শিবিরে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২

চট্টগ্রাম ডিসি হিলের মঞ্চে দুর্বৃত্তের হামলা, বর্ষবরণ অনুষ্ঠান বাতিল

চট্টগ্রাম ও চবিতে বর্ষবরণের যত আয়োজন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আরও ৮ মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে

কর্ণফুলীতে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

অসুস্থ হয়ে হাসপাতালে সাবেক এমপি নদভী

সীতাকুণ্ডে লিফট ছিঁড়ে পড়ে কারখানার দুই শ্রমিক নিহত