Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

আত্মীয়ের বাড়ি যাওয়া হলো না রোকসানার, প্রাণ গেল লেগুনাচাপায়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

আত্মীয়ের বাড়ি যাওয়া হলো না রোকসানার, প্রাণ গেল লেগুনাচাপায়

অসুস্থ আত্মীয়কে দেখতে প্রতিবেশী মরিয়ম বেগমকে নিয়ে বাড়ি থেকে বের হন রোকসানা আক্তার ওরফে পারুল আক্তার (৩০)। রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতিতে আসা যাত্রীবাহী লেগুনাচাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ সময় গুরুতর আহত হন মরিয়ম বেগম। আজ শনিবার বেলা সোয়া ১১টায় পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত পারুল পৌর সদরের আমিরাবাদ এলাকার নুরুল আলমের মেয়ে। 

প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানায়, সকালে পৌর সদরের দক্ষিণ বাইপাস (মডার্ন হাসপাতালের সামনে) এলাকায় দুই নারী রাস্তা পারাপারের সময় ঢাকামুখী সড়কে বেপরোয়া গতিতে আসা একটি লেগুনা তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রোকসানা আক্তারের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন মরিয়ম বেগম। আহত মরিয়মকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুল হাকিম আজাদ আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও লেগুনাটি আটক করে ফাঁড়িতে এনে রাখা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহত নারীর মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার