ব্রাহ্মণবাড়িয়ার আন্তর্জাতিক আখাউড়া ইমিগ্রেশন দিয়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর দুই দেশের যাত্রী পারাপার সীমিত পরিসরে স্বাভাবিক হয়েছে। আজ বুধবার সকালে বন্ধ হয়ে যাওয়ার পর বেলা ১টার দিকে যাত্রী পারাপার স্বাভাবিক হয়।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আজ সকাল ১০টার দিকে সারা দেশের পুলিশের কর্মবিরতি পালনে যাওয়ার পর যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ করে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এ সময় আখাউড়া ইমিগ্রেশনে আটকা পড়েন শতাধিক পাসপোর্টধারী যাত্রী।