হোম > সারা দেশ > চট্টগ্রাম

বান্দরবানে পর্যটকবাহী গাড়িতে সন্ত্রাসীদের গুলি, আহত ৫

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে পর্যটকদের বাসকে লক্ষ্য করে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। আজ শনিবার বান্দরবান-বাঙালহালিয়া সড়কের গলাচিপা এলাকায় এই ঘটনা ঘটে। এতে গাড়ির সামনের গ্লাস ও টায়ার ক্ষতিগ্রস্ত হয়। গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে ওই গাড়ির ৫ যাত্রী আহত হয়। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।  

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবানের রুমা থেকে পর্যটকবাহী একটি জিপ গাড়ি রাঙামাটির রাজস্থলী যাওয়ার পথে বিকেল ৫ টার দিকে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের গলাচিপা এলাকায় এলে সন্ত্রাসীরা ওই গাড়িকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে গাড়ির সামনের চাকা ফেটে গেলে গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। 

বান্দরবান সদর থানার এসআই গোবিন্দ কুমার শর্মা জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা স্থানীয়দের কাছে জানতে পারে নারীসহ ৫জন আহত হয়েছে। তবে তারা পার্শ্ববর্তী রাঙামাটির বাঙালহালিয়া বাজারে ফার্মেসিতে চিকিৎসা নিয়েছেন। 

এদিকে সেনাবাহিনী বান্দরবান রিজিয়নের সদর জোনের পক্ষ থেকে রাত ১০টার দিকে জানানো হয়, জনসংহতি সমিতির (সন্তু লারমা) গ্রুপের সন্ত্রাসীরা গাড়িকে লক্ষ্য করে ৪০-৫০ রাউন্ড গুলি ছুড়ে। এতে গাড়ির সামনের গ্লাস ও সামনের চাকা ফেটে যায়। তারা দুজন আহত হয়েছে বলে জানিয়েছেন। 

নিরাপত্তাবাহিনী জানায়, ঘটনার পর থেকে ওই এলাকায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

ডিবি পরিচয়ে মামা-ভাগনেকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

চাঁদপুরের ৫ সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে

ফেনীতে প্রবাসীর স্ত্রী তানিয়া হত্যা: প্রধান আসামি রনি খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার

কুমিল্লায় সহকর্মীকে বেঁধে নারী এনজিও কর্মীকে যৌন নির্যাতন, নগ্ন ভিডিও করে টাকা আদায়

আনোয়ারায় ছুরিকাঘাতে যুবক খুন

সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক আর নেই

শাহরাস্তিতে বাড়ির ছাদে পড়ে ছিল মাইকম্যানের লাশ, শরীরে আঘাতের চিহ্ন

চৌদ্দগ্রামে ফেসবুকে মন্তব্যকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০

এমপিদের আনা ৫টি গাড়ি কিনতে চায় চট্টগ্রাম বন্দর

লঞ্চে নবজাতকের জন্ম, আজীবন ফ্রি যাতায়াত