হোম > সারা দেশ > চট্টগ্রাম

৫ হাজার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিলেন খালেদা জিয়া: তথ্যমন্ত্রী

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, উপকারভোগীদের যে ভাতা দেওয়া হচ্ছে এটি আওয়ামী লীগ সরকার দিচ্ছে, নৌকা মার্কার সরকার দিচ্ছে। আওয়ামী লীগ সরকার পাঁচ হাজার কমিউনিটি ক্লিনিক করেছিল। খালেদা জিয়া ক্ষমতায় এসে সব বন্ধ করে দেন। ঠিক তেমনি আগামী নির্বাচনে যদি অন্য সরকার আসে তাহলে সব ভাতা বন্ধ হয়ে যাবে। 

আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে উপকারভোগীদের এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতাসহ ২২ ধরনের ভাতা চালু করেছে। এর বাইরে ভিজিডির মাধ্যমে চাল দেওয়া হয়, ৫০ টাকার চাল ৩০ টাকা কেজি ধরে বিক্রি করা হয়। 

মন্ত্রী বলেন, ‘এ ছাড়া সারা দেশের এক কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। সে কার্ড দিয়ে তারা স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছে। আগের সরকারের সময় এভাবে পণ্য বিতরণ করা হতো না। বয়স্ক ভাতা, বিধবা ভাতা এসব ভাতা দেওয়া হতো না। আমাদের সরকার যদি আবারও ক্ষমতায় আসে তাহলে আরও বেশি মানুষকে উপকারভোগীর তালিকায় নিয়ে আসা হবে।’ 

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘আপনারা আমাকে তিনবার মন্ত্রী বানিয়েছেন। আমি সবার জন্য দরজা খোলা রেখেছি। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি দেখি নাই। যে আমার কাছে এসেছে আমি দুহাত উজাড় করে সহযোগিতা করেছি। আপনারা আগামী নির্বাচনে আমার জন্য দুয়ার খোলা রাখবেন।’ 

উপজেলার লালানগর ইউনিয়নের উত্তর রাঙ্গুনিয়া উচ্চবিদ্যালয় মাঠে লালানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, সদস্য মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, লালানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামশুল আলম, মঈন উদ্দিন তালুকদার, মো. রাসেল প্রমুখ। সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তাফা বাবুল। 

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ