চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল রোববার ঈদুল আজহা উদ্যাপন করতে যাচ্ছেন দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ-সাতকানিয়াসহ অন্তত ৬০ গ্রামের মানুষ। তাঁরা হলেন সাতকানিয়ার মির্জাখীল দরবার ও চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবারের অনুসারী।
সুফি সাধক মাওলানা মোখলেসুর রহমান ২০০ বছর আগে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করার নিয়ম প্রবর্তন করেন। সেই থেকে এ নিয়ম মেনে আসছেন তাঁর ভক্ত ও অনুসারীরা।
চন্দনাইশ জাঁহাগিরিয়া দরবারের পীর শাহ সুফি সৈয়দ মোহাম্মদ আলী দরবারের ঈদের জামাত পরিচালনা করবেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমরা হানাফি মাজহাবের অনুসারী হিসেবে সৌদি আরবের মক্কা ও মদিনা শরিফ তথা আরব বিশ্বে চাঁদ দেখার সঙ্গে মিল রেখে সুফি সাধক মোখলেসুর রহমানের দেখানো পথ অনুসরণ করে রোজা ও দুই ঈদের নামাজ আদায় করে আসছি।’