কুমিল্লায় ছাত্র আন্দোলনের সভাস্থলে ককটেল বিস্ফোরণ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ২১: ৪৩

কুমিল্লা শহরের টাউন হল মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভাস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ মঙ্গলবার বিকেল ৪টায় সভা শুরুর আগে এ ঘটনা ঘটে। 

পরে সভা শান্তিপূর্ণভাবে শেষ হয়। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদসহ কেন্দ্রীয় সমন্বয়কেরা উপস্থিত ছিলেন। 

প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানান, মতবিনিময় সভা শুরুর আগে হঠাৎ করেই টাউন হলের পশ্চিম পাশের একটি ভবনের পাশ থেকে কয়েকজন এসে একে একে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে পুলিশ ও স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা ককটেলগুলোর পরিত্যক্ত অংশ উদ্ধার করে। 

তাদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা পক্ষ এই সভা বানচাল করার জন্য এটি ঘটিয়েছে। 

এ বিষয়ে জানতে কয়েকজন সমন্বয়কদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে সাড়া পাওয়া যায়নি। 

কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা শিবেন বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘টাউন হল মাঠে ককটেল বা পটকা জাতীয় কিছু একটা ফোটানো হয়েছে জেনেছি। ঘটনা স্থলে গিয়ে আমরা কিছু পাইনি। আর এ বিষয়ে কোন ছাত্র বা অন্য কেউ কোনো অভিযোগ করেনি।’

ঘনকুয়াশায় লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে বন্ধের ৭ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

লাইটার জাহাজে পণ্য পরিবহন: সিরিয়াল সিস্টেমে বছরে ১২০০ কোটি চাঁদাবাজি

টাকার জন্য ইউপি সদস্য আরিফকে অপহরণ করে হত্যা: পিবিআই

লক্ষ্মীপুরের জনেশ্বরদিঘিতে পরিযায়ী পাখির বিচরণ