বছরের শেষ সূর্যাস্ত উপভোগ করতে শুক্রবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকতে জড়ো হয়েছিলেন হাজারো মানুষ।
বিকেল ৫টা ১৯ মিনিট, ধীরে ধীরে অস্তমিত হয়ে সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায় বছরের শেষ সূর্যটি। এই দৃশ্য স্মৃতিপটে এঁকে নিতে বেলা ৩টা থেকেই পতেঙ্গা সমুদ্রসৈকতে আসতে শুরু করেন পর্যটকেরা।
সাপ্তাহিক ছুটির দিন থাকায় অনেকে পরিবার নিয়ে বছরের শেষ সূর্যাস্ত উপভোগ করতে আসেন। সূর্যাস্তের আগে সৈকত লোকারণ্যে পরিণত হয়।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘নানা কারণে ২০২১ সাল আমার কাছে স্মরণীয়। তাই এই বছরের শেষ সূর্যাস্তকে উপভোগ করতে আজ পতেঙ্গায় এসেছি।’
একই কথা বলেন পশ্চিম খুলশী এলাকার বাসিন্দা আনিকা সুলতানা। তিনি বলেন, ‘প্রায় প্রতিদিনই আমরা সূর্যাস্ত দেখি। কিন্তু আজকের সূর্যাস্তটা অনেক স্পেশাল।
যে কারণে পরিবারের লোকজন নিয়ে বছরের শেষ সূর্যাস্তটা সৈকতে উপভোগ করতে এসেছি।’