নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন আগ্রাবাদ ডিটি রোড এলাকার একটি বস্তিতে আগুন লেগেছে। এতে ওই বস্তির এক কক্ষবিশিষ্ট ৩৩টি ঘর আগুনে পুড়ে গেছে। আজ শনিবার ভোরে এই আগুন লাগে। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ ভোর চারটা ২০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর স্টেশনের চেষ্টায় ৬টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ তদন্তের পরেই জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার আজকের পত্রিকাকে বলেন, তিনটি সারিতে ২২জন মালিকের বস্তিগুলো ছিল। ছোট ছোট এক কক্ষবিশিষ্ট ৩৩টি বস্তিতে এই আগুন লাগে।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।