Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কারখানা শ্রমিক নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মিরসরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কারখানা শ্রমিক নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) কারখানার শ্রমিক সোকেল আহাম্মদ (৩২) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় অবস্থিত বিএসআরএম কারখানার স্ক্র্যাপ ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত সোকেল আহাম্মদ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মহেশপুর এলাকার সুরুজ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিএসআরএম কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিল। 

জানা গেছে, আজ বিএসআরএম কারখানায় কাজ করার সময় সিলিন্ডার বিস্ফোরণে সোকেল গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা সোকেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি। 

এ বিষয়ে বিএসআরএম কারখানার মিরসরাই ইউনিটের ব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন মোল্লা বলেন, ‘আজ সোকেল নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তবে তিনি আমাদের কোম্পানির শ্রমিক নন। কোম্পানিতে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান হাজেরা এন্টারপ্রাইজের অধীনে কর্মরত ছিলেন তিনি। আমি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে যোগাযোগ করেছি। আলোচনা করে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।’ 

জোরারগঞ্জ থানার পরিদর্শক (ওসি) জাহেদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি চমেক হাসপাতালের মেডিকেলে রয়েছেন। সেখান থেকে থানায় এনে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার