হোম > সারা দেশ > চট্টগ্রাম

পোশাক শ্রমিকদের জন্য চট্টগ্রামে নতুন করোনা বুথ করছে বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: করোনার ঢেউ সামলাতে পোশাক শ্রমিকদের জন্য চট্টগ্রামে নতুন করোনা বুথ করছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। গতকাল বৃহস্পতিবার সংগঠনটির নবনির্বাচিত সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী সল্টগোলাস্থ বিজিএমইএ করোনা ফিল্ড হাসপাতাল পরিদর্শনকালে এ কথা জানান।

রাকিবুল আলম চৌধুরী বলেন, পরিস্থিতি বিবেচনায় কোভিড ফিল্ড হাসপাতালের সেবা কার্যক্রম আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছি আমরা। নাসিরাবাদ, মুরাদপুর, কালুরঘাট এলাকায় কর্মরত পোশাক শ্রমিকদের জন্য মুরাদপুর বিজিএমইএ স্কুলে একটি করোনা স্যাম্পল সংগ্রহ বুথ স্থাপন করা হচ্ছে। আগামী রোববার থেকে এটি চালু হবে।

বিজিএমইএ সহসভাপতি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বিজিএমইএ সল্টগোলা এলাকায় ৫০ শয্যার কোভিড-১৯ ফিল্ড হাসপাতাল চালু করেছে। চট্টগ্রাম অঞ্চলে পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীসহ স্থানীয় দরিদ্র জনসাধারণ এ হাসপাতালে সেবা পেয়ে আসছে। এ ছাড়া মা ও প্রসূতিরাও এখানে সেবা পান। হাসপাতালে করোনা সেবা কার্যক্রম শুরু করায় তিনি বিজিএমইএর আগের পরিচালনা পরিষদ ও পরিচালক এম এ সালামকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ফিল্ড হাসপাতাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালক মো. এম মহিউদ্দিন চৌধুরী, হাসান (জ্যাকি), এম এহসানুল হক ও মিরাজ-ই-মোস্তফা (কায়সার)।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার