মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দেওয়ায় মাটিরাঙ্গা পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। আজ সোমবার সকাল ছয়টা থেকে পৌরসভা এলাকায় ১৪৪ ধারা কার্যকর হয়েছে। সড়কে যানবাহন ও মানুষের চলাচলও অন্যান্য দিনের তুলনায় কম। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের উপস্থিতি দেখা গেছে। তবে সকাল থেকে বিএনপি কিংবা আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপস্থিতি চোখে পড়েনি।
সন্ধ্যা ছয়টা পর্যন্ত মাটিরাঙ্গা উপজেলার পৌরসভার মাটিরাঙ্গা বাজার ও তার আশপাশের এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, মিছিল মিটিং লোক সমাগম এবং চার বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল ও আইনশৃঙ্খলা পরিপন্থী সকল অবৈধ কার্যক্রম এসব স্থান সমূহে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারায় আদেশ বহাল থাকবে।
পৌরসভার ঠিক পেছনে মাটিরাঙ্গা পৌর বিএনপির কাউন্সিলের আয়োজন করে দলটি। একই দিনে কাছাকাছি স্থানে সমাবেশ ডাকে আওয়ামী লীগ। সমাবেশকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজালাল কাজল জানান, গত ৭ সেপ্টেম্বর আমাদের পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একই দিনে আওয়ামী লীগ কর্মসূচি দেওয়ায় প্রশাসনের নির্দেশে আমরা সম্মেলন স্থগিত করি। আজ ২১ নভেম্বর পুনরায় সম্মেলনের প্রস্তুতি নিলে একইভাবে আওয়ামী লীগ আমাদের কর্মসূচি বানচাল করতে সমাবেশের আয়োজন করে। প্রশাসন ১৪৪ ধারা জারি করায় আমাদের সম্মেলন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে দলের সিদ্ধান্ত মোতাবেক সম্মেলন অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা জানান, দেশব্যাপী বিএনপির সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সমাবেশের আয়োজন করা হয়েছিল। বিএনপি আমাদের কর্মসূচি বানচাল করার জন্য পাল্টা কর্মসূচি ঘোষণা করে। প্রশাসন ১৪৪ ধারা জারি করায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা সমাবেশ স্থগিত করেছি। পরবর্তীতে আলোচনা সাপেক্ষে আমাদের কর্মসূচি পালন করব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃলা দেব বলেন, একই স্থানে দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার স্বার্থে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। কেউ এ ধারা ভাঙার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।