নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পর্যটনকেন্দ্র এলাকায় কয়েকজন পর্যটককে মারধরের অভিযোগ উঠেছে এক সহকারী পুলিশ সুপারের বিরুদ্ধে। আহত পর্যটকের মধ্যে একজন পুলিশ কনস্টেবলও ছিলেন। পরে আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
তবে, ভুল-বোঝাবুঝি থেকে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন অভিযুক্ত সহকারী পুলিশ সুপার।
আজ সোমবার সকালে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারধরের কিছু ভিডিও ফুটেজ আজকের পত্রিকার হাতে এসেছে। গত শুক্রবার (ঈদের পরদিন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মুছাপুর রেগুলেটর সড়কে এ মারধরের ঘটনাটি ঘটে।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তা হলেন ফেনীর সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তসলিম হুসাইন।
এ ঘটনায় আহতরা হলেন আলী আজগর (৩৬), তাঁর ভাই পুলিশ কনস্টেবল ওমর ফারুক (৩১) ও আজগরের স্ত্রীসহ (২৭) বেশ কয়েকজন। তারা সবাই নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মালিপাড়া গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী আলী আজগরের অভিযোগ, গত শুক্রবার ঈদে স্ত্রী-সন্তান, পুলিশ সদস্য ভাই ও তাঁর কিছু বন্ধুসহ মুছাপুর ক্লোজারে ঘুরতে যান তিনি। ঘোরাঘুরি শেষে বিকেল সাড়ে ৫টার দিকে স্ত্রী-সন্তানসহ মোটরসাইকেলে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে একটি পুলিশের গাড়ি আসলে এর কিছুক্ষণের মধ্যে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। এরই মধ্যে ওই গাড়ি থেকে একজন (সহকারী পুলিশ সুপার তসলিম হুসাইন) একটি লাঠি নিয়ে নেমে আসেন। তিনি গাড়ি থেকে নেমেই লোকজনকে অকথ্য ভাষায় গালমন্দ করেন।
আলী আজগর আরো বলেন, ‘সেখান থেকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে, এক দিন চিকিৎসা শেষে আমরা বাড়িতে ফিরে যাই। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা, যিনি কিনা জনগণের সেবক হয়েছেন, তাঁর কাছ থেকে সাধারণ মানুষের প্রতি এমন ব্যবহার আশা করিনি। আমি এর বিচার চাই।’ এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দেবেন বলেও জানিয়েছেন আলী আজগর।
তবে বিষয়টি ভুল-বোঝাবুঝি দাবি করে ফেনীর সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তসলিম হুসাইন বলেন, ‘ওই দিন আমার পরিবারের সদস্যদের নিয়ে আমি মুছাপুরে ঘুরতে যাই। সড়কে জ্যাম থাকায় যান চলাচল স্বাভাবিক করতে আমি প্রথমে গাড়ি থেকে নেমে যাই। কিন্তু এ সময় সড়কের উল্টো পাশে একটি মোটরসাইকেলে নিজের স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন আজগর। আমি এগিয়ে গিয়ে তাঁকে সরতে বললে, উনি আমার ওপর ক্ষিপ্ত হন। এরই মধ্যে গাড়ি থেকে আমার ভাইসহ অন্যরা নেমে আসে এবং আজগরের ভাই ফারুক আমাকে পুলিশ সদস্য পরিচয় দেন। তখন আমরা কথা বলি।’
তিনি কাউকে মারেননি দাবি করেছেন সহকারী পুলিশ সুপার। সেই সঙ্গে বিষয়টি তাঁদের সঙ্গে বসে মীমাংসা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে ফেনী জেলা পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে কেউ আমার কাছে লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে দাপ্তরিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’