হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেল শিবির নেতার

লক্ষ্মীপুর প্রতিনিধি

ফয়সাল ফরাজী। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে মালবাহী ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ফয়সাল ফরাজী (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ার বেড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ফয়সাল ওই এলাকার আবদুল্লাহ মিয়ার ছেলে এবং সদর উপজেলার বাংগা খাঁ ইউনিয়ন শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ফয়সাল ফরাজী বেসরকারি এনজিও ব্র্যাক কমলনগর উপজেলার ফজুমিয়ারহাট শাখায় অফিসার পদে কর্মরত ছিলেন। অফিস শেষ করে আজ বিকেলে লক্ষ্মীপুরে বাড়ির উদ্দেশে মোটরসাইকেলে বের হন। মোটরসাইকেলটি লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ার বেড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান ফয়সাল।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বলেন, ‘সাবেক শিবির নেতা ফয়সাল ফরাজী অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। ইসলামের জন্য নিবেদিত একজন কর্মী ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।’

কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল শিকদার গ্রেপ্তার

মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, দগ্ধ শিশুর মৃত্যু

চট্টগ্রাম থেকে পাইপে তেল নারায়ণগঞ্জে

সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

স্টুডেন্টস ফর সভারেন্টির সঙ্গে নাগরিক কমিটির সদস্যের সম্পৃক্ততায় শোকজ

নেপালি কিশোরীর স্পর্শকাতর ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেল, চট্টগ্রামের তরুণ গ্রেপ্তার

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড গঠন, পদে নেই নওফেল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি

আদিবাসী ছাত্র-জনতার কর্মসূচিতে হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

সেকশন