কক্সবাজার চকরিয়ার বিশিষ্ট রাজনীতিবিদ বিএনপি নেতা আবু তাহের চৌধুরী আবু মিয়া (৭৯) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার দুপুরে বার্ধক্যজনিত রোগে চকরিয়া পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
আবু তাহের অবিভক্ত চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় পৌরসভার নামার চিরিংগার পুরোনো জামে মসজিদের মাঠে জানাজা শেষে দাফন করা হবে। তাঁর বড় মেয়ে নুসরাত জাহান চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
আবু তাহেরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ। তাঁরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সালাহউদ্দিন আহমেদ ও হাসিনা আহমদ জানান, আবু তাহের কর্মীবান্ধব, বিশ্বস্ত ও একনিষ্ঠ বিএনপি নেতা ছিলেন। দলের জন্য তাঁর অবদান অনস্বীকার্য। চকরিয়ার বিএনপি পরিবার একজন কর্মীবান্ধব নেতাকে হারাল।
আবু তাহেরের মৃত্যুতে আরও শোক জানিয়েছেন চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির নেতা-কর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।