Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

জমির ভুয়া মালিক সেজে রেজিস্ট্রি, একজন কারাগারে

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

জমির ভুয়া মালিক সেজে রেজিস্ট্রি, একজন কারাগারে

কক্সবাজারের কুতুবদিয়ায় জমির ভুয়া মালিক সেজে রেজিস্ট্রি দিতে গিয়ে গ্রেপ্তার এক প্রতারককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার আদালতে জামিনের আবেদন করেন ভুয়া দাতা মো. শামসুল আলম ও ক্রেতা জাফর আলম। এ সময় ক্রেতার জামিন মঞ্জুর করলেও দাতার জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাঁহী। 

মামলার বাদীর পক্ষের আইনজীবী মোহাম্মদ রাসেল সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে প্রকৃত জমির মালিকের ওয়ারিশ আতিকুল ইসলাম ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে কুতুবদিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাদের আদালতে সোপর্দ করে পুলিশ। 

আসামিরা হলেন–উপজেলার লেমশীখালী ইউনিয়নের আনু বাপের পাড়ার আব্দুল মান্নানের ছেলে মো. সোহেল, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলার দ্বীপ এলাকার মৃত আজু মিয়ার ছেলে মো. শামসুল আলম (৬৫) ও কুতুবদিয়া উপজেলার লেমশিখালী ইউনিয়নের নোয়াঘোনা এলাকার মৃত ছালা উদ্দিনের ছেলে জাফর আলম (৫৭)। 

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার মামলায় অভিযুক্ত ২ নম্বর আসামি শামসুল আলম প্রতারণামূলকভাবে প্রকৃত মালিকের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে নিজ পরিচয় গোপন রেখে ১ ও ৩ নম্বর আসামির প্ররোচনায় লেমশিখালী মৌজার বিএস ১৮২, আরএস ৪৯৬ ও এমআর ৫৫৬ নম্বর খতিয়ানের ০.৫৭৯০ একর জমি মামলার ৩ নম্বর আসামি জাফর আলমের কাছে বিক্রির জন্য কুতুবদিয়া সাব-রেজিস্ট্রি অফিসে আসেন। 

পরবর্তীতে সাব-রেজিস্ট্রি অফিসারের নির্দেশে যাবতীয় কাগজপত্র ও প্রকৃত জমির মালিক আমির হামজার পরিচয়পত্র প্রদর্শন করেন। অন্যান্য কাগজপত্র ঠিকঠাক থাকলেও অভিযুক্ত ২ নম্বর আসামি শামসুল আলমের চেহারার সঙ্গে জমাকৃত পরিচয়পত্রের কোনো মিল না থাকায় সাব-রেজিস্ট্রি কর্মকর্তা শাহেদ হোসেন চৌধুরীর সন্দেহ হয়। 

একপর্যায়ে জিজ্ঞাসাবাদে আসল পরিচয়সহ মামলায় অভিযুক্ত ১ নম্বর আসামি মো. সোহেল তাকে নগদ টাকার লোভ দেখিয়ে ভুয়া আমির হামজা পরিচয়ে রেজিস্ট্রি দেওয়ার জন্য নিয়ে আসার কথা স্বীকার করেন। পরবর্তীতে ভূমি প্রতারণা অপরাধমূলক কাজে জড়িত থাকার প্রমাণাদির ভিত্তিতে ভুয়া দাতা ও ক্রেতাকে পুলিশে দেন সাব-রেজিস্ট্রার। তবে এ ঘটনায় মামলায় অভিযুক্ত প্রধান আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালিয়ে যান।

‘পাহাড়খেকো’ জসিম তিন মামলায় গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে বিপুল পণ্যসহ আটক ২

প্লাস্টিক-পলিথিনের বিনিময়ে আলু, পেঁয়াজ, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য

বাঁশখালীতে কাদায় আটকে গেল দলছুট হাতি, ১০ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

সেন্ট মার্টিনে জন্ম নেওয়া ৬৬৯টি কচ্ছপছানা সাগরে ফিরল

চট্টগ্রামে বৈষম্যবিরোধী সমন্বয়ক পরিচয়ে বাসায় ঢুকে দুজনকে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার ৪

কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালীতে চাঁদাবাজির অভিযোগে পদ হারালেন বিএনপির ৩ নেতা

অভয়াশ্রমে জাটকা শিকার, আটক ১১ জেলে

নেশার টাকার জন্য মা-বাবাকে কুপিয়ে জখমের অভিযোগে যুবক আটক