প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় সৃষ্টি হওয়া বন্যায় প্রায় ৩০০ পরিবার এখনো পানিবন্দী অবস্থায় রয়েছেন। এ ছাড়া ক্ষয়ক্ষতির শিকার হয়েছে অন্তত এক হাজার পরিবার। মূলত চেঙ্গী নদীর দুই কূল উপচে এই ঘর-বাড়িগুলো প্লাবিত হয়।
স্থানীয়রা জানান, টানা বর্ষণের পর কয়েক দিন বৃষ্টি হয়নি। কিন্তু এতে পানি সেরকম কমেনি। এদিকে এই কয়েক দিন ধরে থেমে থেমে রাতের বেলা বৃষ্টি হওয়ায় আবারও পানি বাড়ার আশঙ্কায় আছেন তাঁরা।
আজ রোববার সরেজমিনে দেখা যায় নানিয়ারচর পুরাতন বাজার এলাকা, বামফিল্যান্ড এলাকা ও বুড়িঘাটে বসতঘর ও দোকানে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।