হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় আগুনে পুড়ল প্রাণের ডিপো

কুমিল্লা প্রতিনিধি

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রাণ কোম্পানির একটি ডিপো। ঘটনার প্রায় তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট গিয়ে বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। 

দুপুরে হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে ডিপোটি। প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে ডিপোর লোকজন ও স্থানীয়রা। কিন্তু দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। ওই ডিপোতে প্রাণের বিভিন্ন পণ্য ছিল। জেলার সব দোকানপাটে এ ডিপো থেকে মালামাল সরবরাহ করা হতো। আগুনে ওই ডিপোর সব পুড়ে গেছে। 

ওই ডিপোর ইনচার্জ মোহাম্মদ ফোরকান বলেন, সবাই কাজ করছিল। দুপুর ১টা ৫০ মিনিটের দিকে বিকট শব্দ হয়। এরপর আগুন ধরে যায়। কোথা থেকে আগুন লাগে তা আমরা নিশ্চিত নই। এরপর কর্মচারীরা মিলে আগুন নেভানোর চেষ্টা করি। তাতে কাজ না হলে ফায়ার সার্ভিসকে খবর দিই। তারা প্রথমে একটা ইউনিট কাজ শুরু করে। এরপর আরও ইউনিট যোগ হয়। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লা স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় তিন ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এ বিষয়ে কাজ চলছে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ