হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তার ১৩ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার রাতে খুরুশকুল ইউনিয়নের খুলিয়াপাড়ায় একটি চিংড়ি ঘের থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আজ রোববার বিকেলে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। 

গ্রেপ্তাররা হলেন শের আলী (৫২), মো. নেজাম (৩২), শামসুল আলম (৪২), চলা রাখাইন (২১), মো. খালেদ মাহফুজুর রহমান ওয়াহিদ (২৬), মোহাম্মদ আজাদী হাসনাত শাওন (৩২), মোহাম্মদ সোহেল (২১), মো. শাহজাহান (২১), ওয়াহিদ (২১), রহিম উল্লাহ (২৯), মো. রুবেল (২১), জুয়েল দে (২১) ও আশিক উল্লাহ (২০)। তাঁদের বাড়ি কক্সবাজার সদর ও জেলার বিভিন্ন এলাকায়। এ সময় দা, কিরিচ, ছুরিসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। 

মো. আবু সালাম চৌধুরী জানান, গতকাল রাতে খুরুশকুল ইউনিয়নের খুলিয়াপাড়া এলাকার ফয়জুল্লাহ মেম্বারের ঘেরে এক দল লোক দেশীয় অস্ত্র-শস্ত্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় খবর পেয়ে র‍্যাবের একটি দল ওই ঘেরে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করে। 
 
আবু সালাম চৌধুরী জানান, কক্সবাজারে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের প্রবণতা বাড়ার প্রেক্ষাপটে পর্যটক ও স্থানীয় জনসাধারণের জানমালের নিরাপত্তার জন্য র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও নজরদারি বাড়ানো হয়েছে। 
গ্রেপ্তারদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, চুরি ও মাদকসহ একাধিক অভিযোগে কক্সবাজারের বিভিন্ন থানায় মামলা রয়েছে।

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল শিকদার গ্রেপ্তার

মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, দগ্ধ শিশুর মৃত্যু

চট্টগ্রাম থেকে পাইপে তেল নারায়ণগঞ্জে

সেকশন