হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে দুদকের মামলায় ব্যাংক কর্মকর্তার ১১ বছরের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি

অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় রূপালী ব্যাংকের সাবেক কর্মকর্তা আবদুল লতিফ ভূঁইয়াকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন নোয়াখালীর বিশেষ জজ আদালত। একই সঙ্গে তাঁকে পৃথক দুটি ধারায় ১৭ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি লক্ষ্মীপুরের পোদ্দার বাজার শাখা রূপালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। 

আজ সোমবার বিকেলে নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আবদুল লতিফ ভূঁইয়া কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ধামতি গ্রামের বাসিন্দা। 

দুদকের পিপি আবুল কাশেম আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার পর থেকে আসামি পলাতক। অর্থ আত্মসাতের মামলায় সাবেক এই প্রিন্সিপাল অফিসারকে দণ্ডবিধি ৪০৯ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১৬ লাখ টাকা অর্থদণ্ড এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫-এর ২ ধারায় আরও চার বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।’ 

দুদক সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আসামি আবদুল লতিফ ভূঁইয়া ১৯৯৫ থেকে ২০১০ সাল পর্যন্ত রূপালী ব্যাংক পোদ্দার বাজার শাখায় কর্মরত ছিলেন। তিনি কর্মস্থলে বিভিন্ন সময় দুর্নীতির মাধ্যমে ৪ কোটি ৭২ লাখ ৫৮ হাজার ৭৪ টাকা আত্মসাৎ করেন। এর মধ্যে ২০০৩ সালে এক বছরেই গ্রাহকের ৩৩টি এন্ট্রির মাধ্যমে ১৫ লাখ ৪৩ হাজার ২৭ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় ২০১১ সালে একটি মামলা করেন। পরে মামলাটি দুদকের সাবেক সহকারী পরিচালক নুরুল হুদা তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ