হোম > সারা দেশ > চট্টগ্রাম

কোনো রাষ্ট্রের তাঁবেদারি চলবে না, জনগণের কথায় দেশ চলবে: অলি আহমদ

লক্ষ্মীপুর প্রতিনিধি

বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, এ দেশে আর কোনো রাষ্ট্রের তাঁবেদারি চলবে না। দেশ চলবে জনগণের কথায়। বাংলাদেশে স্বাধীনতার সময় পাকিস্তানি সেনারা যখন এ দেশ থেকে পালানোর সুযোগ খুঁজেছে, যখন দেশ বিজয়ের দ্বারপ্রান্তে, তখন ভারতের সেনাদের আগমন। 

অলি আহমদ বলেন, দীর্ঘ ৫০ বছর ধরে ভারতের কথা ও আওয়ামী লীগের কথা শুনতে হচ্ছে। এবার দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করেছে এ দেশের ছাত্র-জনতা। যেটা পৃথিবীর কোনো দেশে সম্ভব হয়নি বা হবে না। 

আজ রোববার সকালে লক্ষ্মীপুর শহর জামায়াতের বন্যার্তদের ত্রাণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ১৭ বছর ধরে এ দেশের মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। এখন তারা ভোট দিতে অপেক্ষা করছে। তাই দেশের বিভিন্ন সেক্টর সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান এই নেতা। 

অলি আহমেদ বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তাঁর দোসর ও দালালেরা এখনো রয়েছে। তাদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি সেই সময়ের প্রত্যেক আমলা ও মন্ত্রী এবং এমপিরা দুর্নীতি করে সম্পদের যে পাহাড় বানিয়েছেন, তা দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তদন্ত করতে হবে। 

পরে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন এলডিপির চেয়ারম্যান। এ সময় বক্তব্য দেন ঢাকা মহানগরী উত্তরের জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন ও সেক্রেটারি ড. রেজাউল করিম, জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূইয়া, সেক্রেটারি ফারুক হোসাইন নুর নবী প্রমুখ। এরপর সদর উপজেলার মান্দারী বাজারে বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের পরিবারের সঙ্গে  মতবিনিময় সভা করেন এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদসহ জামায়াতের নেতৃবৃন্দ।

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

সেকশন