কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদের ইগল প্রতীকের প্রচার মাইক ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে রামু উপজেলার বাইপাস এলাকায় এসব ভাঙচুর করা হয়।
ব্যারিস্টার মিজান সাঈদ অভিযোগ করে বলেন, ‘রামু উপজেলা সদরের বাইপাস এলাকায় প্রচারকাজ চালানোর সময় নৌকা প্রতীকের সমর্থকেরা স্লোগান দিয়ে তাঁর প্রচার মাইক ও অটোরিকশা ভাঙচুর করে। এ সময় গাড়িতে প্রচারের কাজে থাকা এক কর্মীকে মারধর করা হয়। আহত কর্মীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’