হোম > সারা দেশ > চট্টগ্রাম

আগুনে পুড়ছে আবু তাহেরের বসতবাড়ি

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার মুসলিমপাড়া গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আবু তাহেরের বসতবাড়ি ও আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সদর ইউনিয়নের মুসলিমপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওই এলাকার আবু তাহের এর বসতঘরের পাশে থাকা বৈদ্যুতিক পিলারে শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসকে খবর দেয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই আবু তাহেরের বসতবাড়ি ও আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। 

অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকা সমমূল্যের ক্ষয়ক্ষতি হয়ে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত আবু তাহের জানান, ‘আগুনে আমি সব হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম।’ 

রামগড় ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ, মো. ইফতেখার উদ্দিন জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের মাটিরাঙ্গা ও রামগড়ের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক পিলারে শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। 

এদিকে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন