কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টালেন সড়কে আনোয়ারা প্রান্তে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কে অবৈধভাবে দখল করে থাকা অর্ধশতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ্ আল মুমিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ্ আল মুমিন বলেন, ‘টালেনকে ঘিরে আশপাশ এলাকায় অর্ধশতাধিক ভ্রাম্যমাণ দোকান ও অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এতে করে টানালের প্রবেশে বাঁধা সৃষ্টি হচ্ছে। আজ সোমবার অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করে এবং তাঁদের সতর্ক করা হয়।’