হোম > সারা দেশ > চট্টগ্রাম

চার জেলায় সড়কে ঝরল ৬ জনের প্রাণ

প্রতীকী ছবি

দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ও আগের দিন বুধবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

কক্সবাজারের উখিয়ায় বাসচাপায় মোটরসাইকেলের চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ দুপুরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের থাইংখালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন–সাতক্ষীরা খলিশখালী এলাকার লিটন গাজী (১৮) ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রহমান (১৮)। শাহপরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

অপরদিকে জেলার ইদগাঁও উপজেলায় মাইক্রোবাসচাপায় মোহাম্মদ আরমান (২৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী সাইন বোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরমান চকরিয়ার গর্জনতলী গ্রামের বাসিন্দা।

খাগড়াছড়িতে ট্রাকচাপায় মো. ফিরোজ (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ সকালে জিরো মাইলসংলগ্ন এলাকায় আলুটিলায় ওঠার মুখে খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাঁর বাড়ি বান্দরবানের লামায়।

ঝিনাইদহ সদরের হাটগোপালপুর বাজারে বাসের ধাক্কায় লিয়াকত হোসেন (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ সকালে এ দুর্ঘটনা ঘটে।

বরিশালের গৌরনদীতে বাসচাপায় রিফাত হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ বেলা সোয়া ১১টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভূরঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিফাতের বাড়ি বরিশালের হিজলা উপজেলার গোবিন্দপুর গ্রামে।

এ ছাড়া মাদারীপুরের শিবচরে বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ উপজেলার মুন্সীর বাজার এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ