হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আশুগঞ্জ নৌবন্দরে শ্রমিকদের ধর্মঘট স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শ্রমিকদের মারধরের প্রতিবাদে ডাকা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদী বন্দরের অনির্দিষ্টকালের জন্য নৌযান ধর্মঘট স্থগিত করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে আশুগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামল চন্দ্র বসাকের আশ্বাসে নৌযান শ্রমিকেরা এই ধর্মঘট স্থগিত করেন। এদিকে আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা পরিষদের কার্গো জাহাজ মালিক ও শ্রমিকদের মধ্যে একটি বৈঠক হবে। 

ইউএনও নৌবন্দরে নৌযান শ্রমিকদের সঙ্গে আলাপ করার সময় উপস্থিত ছিলেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহম্মেদ, নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সমন্বয়ক হাবিবুল্লাহ বাহার মাস্টার প্রমুখ।  

নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সমন্বয়ক হাবিবুল্লাহ বাহার মাস্টার বলেন, আশুগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাকের আশ্বাসে শ্রমিকেরা আপাতত কর্মবিরতি স্থগিত করেছে। বিষয়টি নিয়ে আগামীকাল উপজেলা পরিষদে মালিক ও শ্রমিকদের বৈঠক হবে। 

আশুগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামল চন্দ্র বসাক বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সুষ্ঠু বিচারের আশ্বাস দেওয়া হলে আপাতত ধর্মঘট স্থগিত করেন। আগামীকাল মঙ্গলবার আশুগঞ্জ উপজেলা পরিষদের কার্গো জাহাজ মালিক ও শ্রমিকদের সঙ্গে একটি বৈঠক হবে। বৈঠকে আইন ভঙ্গকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করা হবে। 

উল্লেখ্য, গত শনিবার দুপুরে কার্গো জাহাজ মালিকদের সংগঠন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতা ও ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নেতারা আসেন আশুগঞ্জ ও ভৈরব নৌবন্দরে। এ সময় মালিকপক্ষের লোকজন তীরে নোঙর করে থাকা বেশ কয়েকটি জাহাজের শ্রমিকদের মারধর করেন বলে দাবি করেন শ্রমিকেরা। মারধরের প্রতিবাদে গতকাল রোববার সকাল থেকে তাঁরা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন শুরু করেছিলেন।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ