নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে এবার আন্দোলনে নেমেছেন চট্টগ্রামের নারীরা। রোববার দুপুরে সিআরবিতে নাগরিক সমাজের উদ্যোগে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন সংগঠনের নারী নেত্রী, বিভিন্ন শ্রেণি পেশায় কর্মরত নারী ও মানবাধিকার নেত্রীরা অংশ নেন।
সভায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. অনুপম সেন, মহানগর আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ডের নেত্রীরা বক্তব্য রাখেন।
বক্তার বলেন, চট্টগ্রামে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কর্মীরা বেঁচে থাকতে সিআরবিতে হাসপাতাল নির্মাণ হতে দেবে না। এ জন্য প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করার আহ্বান জানান তাঁরা। তাঁরা বলেন, প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হচ্ছে, এখানে প্রাণ পরিবেশ নষ্ট করে কখনই হাসপাতালের অনুমোদন হতে পারে না। শিগগিরই এ সিদ্ধান্ত না পাল্টালে চট্টগ্রামের নারীরা মাঠে নামবে।